Daily Cricket
খবর

সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করতে আশাবাদী নিউজিল্যান্ড

- প্রকাশিত Wed, Jun 17, 2020 5:28 PM
সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করতে আশাবাদী নিউজিল্যান্ড
Wed, Jun 17, 2020 5:28 PM
ফটো: ডেইলি ক্রিকেট ডেস্ক

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে করোনা ভাইরাসের কারনে এবারের আসর সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে দোটানায় পড়ে গিয়েছে আইসিসি। আগামী মাসে পুনরায় এই আসরের ভাগ্য নির্ধারন করতে বসার কথা আছে আইসিসির।

এদিকে আগামী বছর নিউজিল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের আসর। করোনা পরিস্থিতি মাথায় রেখে এই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারময়ান আর্ল এডিংস বলেছেন, “আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির মাঝে এই বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা অবাস্তব মনে হচ্ছে।“

 

আরো পড়ুনঃ ইনিংসে প্রথম বলে সবচেয়ে বেশিবার বাউন্ডারি মেরেছেন যারা

অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্বের অনেক দেশেই করোনা এখনো নিয়ন্ত্রণের বাইরে। এদিকে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। ফলে বাইরে যে অবস্থাই হোক, নিজ দেশে সঠিক সময়ে বিশ্বকাপের আসর আয়োজন করা সম্ভব হবে বলে মনে করেন নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন।

এ বিষয়ে বার্তা সংস্থা এএনআইকে রবার্টসন বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির। বছরের শুরুতে অস্ট্রেলিয়া বেশ সফলতার সঙ্গে নারী বিশ্বকাপ আয়োজন করেছে। আমি নিশ্চিত সবাই আশাবাদী যে পুরুষদের বিশ্বকাপও পরিকল্পনা অনুযায়ী হবে। আমরাও আগামী বছরের নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।“

তিনি আরো বলেন, “আগামী বছর আইসিসি নারী বিশ্বকাপের দলগুলোকে আতিথিয়েতা দেয়ার অপেক্ষায় আছে নিউজিল্যান্ড। আশা করি আমরা সঠিক সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারব।“

এন্ড্রোয়েড ব্যবহারকারিরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডেইলিক্রিকেট অ্যাপএন্ড্রোয়েড ডেইলিক্রিকেট অ্যাপ 

আইওএস ব্যবহারকারিরা ডাউনলোড করুন ডেইলিক্রিকেট অ্যাপ:আইওএস ডেইলিক্রিকেট অ্যাপ

মন্তব্য

সর্বশেষ ভিডিও